চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘চা শ্রমিকদের সেবক’ সংগঠনের পক্ষে রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা, চাকলাপুঞ্জি চা বাগানের দরিদ্র, এতিম, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত অসহায় চা শ্রমিকদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
সংগঠনের উদ্দোক্তা লিটন মুন্ডা ও শ্রীপ্রসাদ চৌহানের পরিচালনায় এতে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শান্ত মৃধা, অমল উরাং, বাবলু তন্তুবায়, ওম প্রকাশ বাউরি, প্রশান্ত ভট্টাচার্য, বিশ্বনাথ কর্মকার , কৃষাণ কর্মকার, মাখন কৃষ্ণা গোয়ালা, মুন্না কর্মকার, বলরাম বাউরী প্রমুখ। উল্লেখ্য যে, ‘চা শ্রমিকদের সেবক’ একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের মুল উদ্দেশ্য প্রত্যেক সদস্যদের নিকট হতে প্রতি মাসে আয়ের উৎস হিসাবে এক দিনের মজুরি প্রদানের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরন বিতরণ,গৃহহীনদের গৃহ নির্মান, সংস্কার করা, চিৎকিসার জন্য আর্থিক সহায়তা,প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করাই তাদের একমাত্র লক্ষ।