এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলায় রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের সভাপতি মনোনীত হয়েছেন আবুল বাশার তুষার।
শনিবার (২৫ মার্চ)রাতে রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ কমিটি রোটার্যাক্ট ক্লাব কর্তৃক চুড়ান্ত ভাবে উক্ত প্রদান করা হয়।
রোটা বর্ষ ২০২৩-২৪ রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ নতুন কমিটি রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত রোটার্যাক্ট আবুল বাশার তুষার কে মনোনীত করে আগামী কার্যক্রম তরান্বিত করা হবে বলে জানানো হয়েছে।