চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
দৈনিক সংবাদ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার শংকর শীলের পিতা স্বর্গীয় সমীরণ শীলের অস্থিদান ও বৈষ্ণব সেবা সম্পন্ন হয়েছে।
গত ১৯ মার্চ (রোববার) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বারুণী স্নান ও পণাতীর্থ অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে শংকর শীলের পিতা স্বর্গীয় সমীরণ শীলের অস্থিদান সম্পন্ন করে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ মার্চ) নিজ বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার (২নম্বর ওয়ার্ড)বড়াইল গ্রামে এই বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে ভোগরাগ, ভোগরতি তৎপর কনিকা প্রসাদ বিতরণ, রাতে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় সমীরণ শীলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।