আব্দুর রাজ্জাক রাজুঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট রশিদপুর বনবিট ও শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগানের মধ্যবর্তী স্থান থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা অফিসার (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন।
জানা যায়,নিহত ব্যক্তি উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দালী মিয়ার ছেলে আরজু মিয়া (৪০)।পরিবারের তথ্য মতে,গতকাল রাতে বাসা থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেন নি। আজ চুনারুঘাট রশিদপুর বনবিট ও সাতগাঁও রাবার বাগানের মধ্যবর্তী স্থানে তার লাশ পাওয়া যায়।