স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জহুর চান বিবি মহিলা কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আব্দুল কবির গ্যালারী কক্ষে বৃহস্পতিবার স্বাধীনতা বিষযক কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে “স্বাধীনতার গুরুত্ব ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক সুবর্না সাহা, অফিস সহকারী রুবেল মিয়া, কম্পিউটার অপারেটর খালেদ শরীফুল্লা শুভ।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, রেলওয়ে পার্কিংয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান , উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশগ্রহণ, জোহরের নামাজের পর সাবাসপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত ও কলেজে আলোকসজ্জা করা হবে।