আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ১ জন আটক করা হয়েছে।আটক মাদক পাচারকারীর নাম আঃ সহিদ(৩৫)।সে উপজেলার দেওরগাছ গ্রামের আবুল বাশার এর পুত্র।
(২২ মার্চ)বুধবার দুপুর ১২ টায় চুনারুঘাট সীমান্তের ছন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাজাঁ ও দুপুর ২ টায় বাল্লা সড়কের লক্ষীর এলাকায় টমটম থেকে ৩ গাজাসহ আঃ সহিদ কে আটক করেন চুনারুঘাট থানার এসআই লিটন রায়।এ সময় তাকে সহযোগীতা করেন এসআই সদরুল আমীনসহ একদল পুলিশ।
পরে উদ্ধারকৃত গাঁজা ও আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক মামলা দায়ের করেন এস আই লিটন রায়।
চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন,মাদকের সাথে কোন আপোষ নয়।মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।তিনি যোগদানের পর থেকে প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান লক্ষ করা যাচ্ছে।