আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ পরিচালক সাইদুর রহমান।
চৌমুহনী ইউনিয়নের ভূমি ও গৃহহীন সজল দেব , ফারুক মিয়া ও রহমত আলি দম্পতি আজ ঘরের চাবি গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ইশতিয়াক মামুন,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,আলাউদ্দিন,মীর খুরশেদ সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম ,প্রেসক্লাব সভাপতি মুহাম্মাদ অলিদ মিয়া,সেক্রেটারি সাব্বির হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
উল্লেখ্য মাধবপুরে ১ম পর্যায়ে ৮০ টি,২য় পর্যায়ে ৩০টি,৩য় পর্যায়ে ৭০ ঘর নির্মান করা হয়েছে এবং ৪র্থ পর্যায়ে ১০৯ টি ঘর তৈরির কার্যক্রম চলমান রয়েছে।