বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে বিহারীপুর রাস্তার মুখে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহত নারী আম্বিয়া খাতুন (৫০) বাহুবল উপজেলার খোজারগাও গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী বাড়ি থেকে মিরপুর যাওয়ার জন্য বিহারীপুর রাস্তার মুখে গাড়ীর অপেক্ষা করছিলেন। এ-সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতিহীন বাস ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আম্বিয়া খাতুন গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন এবং দুপুর একটার দিকে ওই নারী হাসপাতালে মারা যান।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বেরিকেড দিলে প্রায় এক ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কামাইছড়া ও লছনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে দুপুর সাড়ে ১২ টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।