আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে এক কৃষকের দুটি হালের বলদ মারা গেছে।গরু মারা যাওয়ার পর ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের প্রানতোষ সরকার জানান, কৃষক অরুন সরকার রোববার সকালে বৃষ্টির মধ্যে গোয়াল ঘর থেকে হালের দুইটি গরু ঘরের আঙিনায় একটি চাপটায় এনে রাখে।
১১টার দিকে দিকে হঠাৎ বজ্রপাত গরুর ওপর আঘাত আনলে ঘটনাস্থলে মারা যায়। আকস্মিক দুটি হালের গরু মারা যাওয়ার কারনে দরিদ্র কৃষক অরুন সরকার দিশেহারা হয়ে পড়েন।