মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মার্চ) বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌরসভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌরসভার গুদাম পাড়া এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির অজ্ঞাত নাম্বারের একটি মিতালী বাসের ধাক্কায় অজ্ঞাত ঐ পুরুষ ব্যক্তি (৫০) মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ ১৭ মার্চ ভোর সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঐ অজ্ঞাত পুরুষ ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালায়।
পরে সায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় সনাক্তে হবিগঞ্জ পিবিআইয়ের এসআই কামাল উদ্দিন ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করে রাখেন।