নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ শুক্রবার বিকালে নূরপুর ইউনিয়ন পরিষদে জাঁকজমকভাবে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
কারী শামীম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন – প্যানেল চেয়ারম্যান ও মহিলা মেম্বার মোছাঃ শায়েলা আক্তার, জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোবারক হোসেন পিন্টু, মাসুক ভান্ডারী, সন্ধ্যা রানী,
জেন্ডার প্রমোটার শিমু আক্তার, আবৃত্তি শিক্ষক মরিয়ম আক্তার রিমু সহ আরো অনেকই।
অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের নিয়ে কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়।