বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর কেয়ারটেকারের ওপর হামলার চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলা সদরের পুরান বাজার লাইটেস ষ্ট্যান্ডে এঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রবাসীর কেয়ারটেকার মিজানুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
এঘটনায় আহত মিজানুর রহমান বাদি হয়ে গত মঙ্গলবার রাতে তিন জনের নাম উল্লেখ করে আরোও ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন-উপজেলার জানাইয়া গ্রামের আজেফর আলীর ছেলে আমির আলী, জমির আলী ও একই গ্রামের দিলাল।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার ইলামেরগাঁও গ্রামের মৃত কলমদর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মো.আপ্তাব আলীর বিশ্বনাথ-রামপাশা রোডে আপতাব মহল বাদি দেখা শুনা করে আসছেন। কিন্তু ওই বাসাটি আসামিরা জোরপূর্বক দখল করে নিতে দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে।
আসামিরা কয়েকদিন পূর্বে ওই বাসার জায়গা তাদের দাবি করে বিশ্বনাথ ভূমি অফিসে আপত্তি দেয়। ভূমি অফিস থেকে বাদিকে নোটিশ দিয়ে গত মঙ্গলবার জায়গার কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলে। গত মঙ্গলবার বাদি আল হেরা শপিং সিটির মেরামত কাজের নগদ সাড়ে ৪লাখ টাকা, নিজ নামীয় বিশ্বনাথ ইসলামী ব্যাংকের একটি ডেবিড কার্ড, বিশ্বনাথ ন্যাশনাল ব্যাংকের একটি ভিসা কার্ড এবং প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড একটি মোবাইল সেট সঙ্গে থাকা অবস্থায় আফতাব মহল থেকে বিশ্বনাথ ভূমি অফিসের যাওয়ার পথে ঘটনাস্থল আসা মাত্রই আসামিরা বাদির ওপর হামলা চালিয়ে নগদ সাড়ে ৪লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।