স্টাফ রিপোর্টার :
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জহুর চান বিবি মহিলা কলেজে বৃহস্পতিবার উপস্থিত বক্তৃতা ও সঙ্গীত
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সহকারী শিক্ষক ইমরানুল হক শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক আরিফুর রহমান ও প্রভাষক শিরিনা আক্তার।
এ উপলক্ষ্যে শুক্রবার ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, রেলওয়ে পার্কিংয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ, জুমার নামাজের পর সাবাসপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হবে।