বানিয়াচং প্রতিনিধি:
বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ যথাযথভাবে পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির ভাষণে পদ্মাসন সিংহ বলেন, সকল শ্রেণির ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে আইনের বিভন্ন ধারা রয়েছে। পণ্য মজুদ করা, চড়া মুল্য রাখা হলে এবং ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা টানিয়ে না রাখলে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আসছে রমজানে বাজার স্থিতিশীল রাখা হবে। ক্রেতারা কোথাও পণ্যে ভেজাল দেখলে এবং মুল্য বেশি রাখলে তাৎক্ষণিক তাকে অবহিত করতে অনুরোধ জানান তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, জাকির রেজা ও সাংবাদিক শেখ নুরুল ইসলামস প্রমুখ।