স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে আবারও নির্বাচিত করতে চান বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী।
গতকাল বিকেলে দৌলতপুর চক বাজারের পাশে আশ্রয়ণ প্রকল্পের মাঠে এক জনসভায় কয়েক হাজার নারী-পুরুষ তাঁকে পুনরায় সংসদ সদস্য পদে নির্বাচন করার অনুরোধ জানান।
এর আগে এমপি মজিদ খান ৬৮ লাখ টাকা ব্যয়ে দৌলতপুর গ্রামে এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তায় ইট সলিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে চারবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আব্দুুল মজিদ খান।
সভার সভাপতিসহ অন্যান্য বক্তারা বলেন, এক সময় ভাটি অঞ্চলের মানুষের শ্লোগান ছিল “হেমন্তে পাও, বর্ষায় নাও”। এমপি আব্দুল মজিদ খান গত এক যুগে এই দুর্ভোগ দূর করেছেন। এখন হাওরাঞ্চলের লোকজন শহরের সাথে তাল মিলিয়ে সকল নাগরিক সুবিধা ভোগ করতে পারছেন। সংসদ সদস্যের মাধ্যমে হাওরে বাস্তবায়ন হয়েছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প।
এসব উন্নয়ন কর্মকা-ের ভূয়শী প্রশংসা করে তাঁরা আবারও এমপি মজিদ খানকে নির্বাচিত করার আহবান জানালে উপস্থিত হাজারো জনতা হাত তুলে তাঁদের বক্তব্যের প্রতি সমর্থন জানান।
এমপি মজিদ খান উপস্থিত লোকজনের ভালসার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে জীবনভর তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
জনসভায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমর রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি প্রফুল্ল বৈষ্ণব, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শেবুল মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম ধন মিয়া, হাফিজুর রহমান মলাই, সাংগঠনিক সম্পাদক আজহার মাহমুদ ও সোনারঞ্জন বৈষ্ণব, আওয়ামী লীগ নেতা ও বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবীর ভূইয়া, যুবলীগ নেতা সুবল বণিক, আওয়ামী লীগ নেতা কৃষ্ণ কান্ত দাশ, শেখ সালাহ উদ্দিন, পরিমল দাশ, রাজেন্দ্র বৈষ্ণব, হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মঈন উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ব্রিকম চন্দ, সাধারণ সম্পাদক সাফায়েত আহমেদ প্রমুখ।