আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল ষ্টেশন বাজারে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যেগে ৯দফা দাবি আদায়ের সমর্থনে এলাকাবাসী নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (১১ মার্চ) বিকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট-ঢাকা রেল পথে ডাবল লাইন স্থাপন, নোয়াপাড়া রেলষ্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতিসহ ৯দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির হবিগঞ্জ জেলার সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এ সময় আরো বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদ ইমতিয়াজ আহমেদ চৌধুরী,সদস্য ইশরাকুল আলম, স্থানীয়দের পক্ষ হতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, যুবলীগের নেতা বিলাল চকদার, জয়নাল আবেদীন সহ প্রমূখ।
বক্তারা সিলেট বিভাগের ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা ও সিলেট ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপন সহ নতুন ট্রেন চালু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।