শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জে ছিনতাই ও চোর চক্রের উৎপাত বেড়েছে। প্রতিদিনই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ শায়েস্তাগঞ্জে এক সাংবাদিকের একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লস্করপুর ইউনিয়নের নতুনবাজার থেকে সিএনজিটি (হবিগঞ্জ: থ-১১-৮৭৩১) ছিনতাই করা হয়।
সিএনজিটি উদ্ধারের জন্য ভুক্তভোগী বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিএনজিটির মালিক এম হায়দার চৌধুরী কর্তৃক সদর থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ৩জন যাত্রী হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে সিএনজিটি ভাড়া করে।
সিএনজিটি সদর থানাধীন ধুলিয়াখাল-মিরপুর সড়কের লস্করপুর ইউনিয়নের নতুনবাজার নামক স্থানে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র ছুরি-চাকু প্রদর্শন করে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়।
সিএনজি চালকের পাশে বসা ছিনতাইকারীরা প্রথমে অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করে এবং পেটে ছুরি ধরে সিএনজি থামাতে বলে। সিএনজিটি থামানোর পর চালককে ধাক্কা দিয়ে সরিয়ে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় চোরচক্রটি।