এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুবকদের মানববন্ধন অনুষ্ঠিত
রবিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার চান্দঁপুর চা বাগানের বাসস্ট্যান্ড থেকে চান্দঁপুর চা ফ্যাক্টরী পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন পালন করে চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন কমিটি।
জানা যায়, মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা বিগত বছরের ৯ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন।নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে টানা ১৯ দিনের কঠোর আন্দোলনের প্রেক্ষিতে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকায় নির্ধারিত হয় ২০২২ সালের ২৭ আগস্ট।
মজুরি ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ২৭ আগস্ট পর্যন্ত চা-শ্রমিকদের বকেয়া মজুরি (এরিয়ার)শ্রমিকদের মতে গড় দাঁড়ায় প্রায় ত্রিশ হাজার টাকা। সাথে উৎসব বোনাসের টাকাও পাবেন চা শ্রমিকরা বলে দাবি জানান। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও বকেয়া মজুরি পরিশোধ করা হয় নি। ফলে ফেরো চা শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিক্ষোভ মিছিলে অবিলম্ভে পূর্ণ বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান আন্দোলনকারীগণ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন কমিটির সভাপতি বিরেন্দ্র কালিন্দী, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এর আহ্বায়ক চা শ্রমিকনেত্রী খাইরুন আক্তার,সদস্য সচিব চা শ্রমিকনেত্রী সন্ধ্যা রানী ভৌমিক, প্রদ্বীপ কৈরী,ভজন ভৌমিক, শ্যামল গোয়ালা, আশিষ তন্তবায়,মনিব কর্মকার, সাংবাদিক বিজয় যাদব, সাংবাদিক লিটন মুন্ডা, ভাস্কর ভৌমিক প্রমূখ।