এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে বেপরোয়া গাড়ির চাপায় বিলুপ্ত প্রায় মায়া হরিণ নিহত হয়েছে।
রবিবার (৫ মার্চ)ভোর সাতটায় সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে ঢাকা সিলেট পুরাতন মহা সড়কে ঘটনাটি ঘটেছে।
উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান দেশের দ্বিতীয় বৃহত্তর প্রাণী আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু নানা অনিয়ম ও অসাবধানতার কারনে নিয়মিত ঘটছে নানা ঘটনা।মানুষ থেকে শুরু করে প্রাণী হত্যার নিরাপদ আশ্রয়ে যেন ইদানীং খ্যাতি অর্জচকরছে।উর্বধতন কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার অভাবেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরকারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও নিরাপত্তা জোড়দার করার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দাবি ভ্রমণ পিপাসুদের।তাদের দাবি এভাবে দায়িত্বহীনতা ও নিরাপত্তার কারণে প্রাণীসহ জন শূন্য হয়ে যাবে এই ঐতিহাসিক জাতীয় উদ্যান।
এ বিষয় বনাঞ্চল ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল কল যায় নি।তাই বক্তব্য নেয়া সম্ভব হয় নি।