মোতাব্বির হোসেন কাজলঃ
শায়েস্তাগঞ্জ বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদের ১১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজলের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।
বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভূঁইয়া, উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রজব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জনকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, যুবলীগ নেতা ফুরুক মিয়া, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহফুজ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মহিন শিপন শ্রমিক নেতা নুর ইসলাম প্রমুখ।