কামরুজ্জামান আল রিয়াদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একাধিক গাড়ী ছিনতাই মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানায়ায মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বড়বিল নামক হাওড়ে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।
এসময় তার ঘরে অভিযান চালিয়ে ১৫০পিছ গাড়ীর চাবি, গাড়ীর বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনে স্টিকার, বিভিন্ন কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়।
সে শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের কদমতলী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরোদ্ধে বিভিন্ন থানায় ৯টি গাড়ী ছিনতাই মামলা ২টি ওয়ারেন্ট রয়েছে।