এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান।
বুধবার (১লা মার্চ)দুপুরে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ উপস্থিত হয়ে পরিদর্শন করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন,৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণু প্লাবন, হিসাব সহকারী আহমেদ ফয়েজ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যগণ,গ্রাম পুলিশ ও কর্মকর্তা কর্মচারী গণ।
এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমানসহ অতিথিগণ,ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন।এবং সেবা মান তরান্বিত করতে সকল কে পরামর্শ দেন।