মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর নেতৃত্বে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোন প্রধান সেলিম খাঁন প্রমুখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বীমা গ্রহীতাদের মাঝে বিভিন্ন দাবীর চেক বিতরণ করা হয়।