এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট :
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে চুনারুঘাট উপজেলা জোড়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে ও বিভিন্ন স্থানে প্রাণীসম্পদ সেবার অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়েছে।এ ক্যাম্পগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা আলী হোসেন,সারোয়ার সিয়াম ভূঁইয়া প্রমুখ।
সপ্তাহ ব্যাপী এ ক্যাম্পিং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় অনুষ্টিত হয়েছে।
উল্লেখ্য,বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি উক্ত সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।