মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মাসুমা আক্তারকে আত্মহননের প্ররোচনার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। মঙ্গলবার দুপুরে মাসুমার শিক্ষাপ্রতিষ্ঠান আন্দিউড়া উম্মাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে কতৃপক্ষের আয়োজনে স্কুলের সামনে স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, মাধবপুর-চুনারুঘাটে সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসালম,উবায়েদ উল্লাহ,আবজল মেম্বার, এখলাছ সিরাজী।
বক্তারা বলেন, স্কুলছাত্রী মাসুমা আক্তার এর মৃত্যুতে জড়িত ইভটিজিং কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা উৎসাহিত হবে। নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। মা-বাবা ও অভিভাবকেরা তাঁদের মেয়েদের স্কুল-কলেজসহ বাইরে পাঠিয়ে আতঙ্কিত থাকবেন।
উল্লেখ্য গত শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের গান শিখতে যায়।এসময় ওই গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন,ইমন, বিজয়,আরমানসহ ৪ বখাটে কিশোর বিদ্যালয়ের কক্ষে ঢুকে শারীরিক নির্যাতন করে।পরে সন্ধ্যায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার রাতে মাধবপুর থানায় নয়ন পাঠানকে প্রধান আসামি করে মোট ৮ জনকে আসামি করে মামলা করেন। গত ২৭ ফেব্রুয়ারি সোমবার ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে এসআই আব্দুল কাদের আন্দিউড়া গ্রামের অভিযান চালিয়ে আব্দুল করিম(২২) নামে এক আসামি কে গ্রেফতার করে।