সৈয়দ শাহান শাহ পীর,সুতাং থেকে :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীর উপর থেকে বিকল্প সেতু সড়কের মাটি সরানোর দাবি উঠেছে।
জানাযায় , প্রায় গত দু’বছর পূর্বে সুতাং নদীর উপর থেকে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে একটি নতুন ব্রিজ নির্মাণ করতে গিয়ে আরেকটি বিকল্প সেতু নির্মাণ করা হয়। উল্লেখ্য , বর্তমানে নির্মাণাধীন সুতাং নতুন ব্রিজ চালু করা হয়েছে। কিন্তু বিকল্প সেতু করতে গিয়ে যে সড়কপথ করা হয়েছিল সেই সড়কের যন্ত্রাংশ ঠিকই ঠিকাদার উঠিয়ে নিয়ে যায়। তবে সড়কপথটি এখনো পর্যন্ত রয়ে যাওয়ায় উক্ত স্থানটি সরু হয়ে গেছে।
অন্যদিকে পুরাতন ব্রিজের বড়-বড় ধ্বংসস্তূপ নদীর গর্ভে পড়ে আছে। ফলে , আসন্ন ঝড়-বৃষ্টি এবং বর্ষা মৌসুমে উক্ত নদীর বিকল্প সেতু সড়ক স্থানটিতে পানি জমে উপছে গিয়ে পার্শ্ববর্তী সুতাংশাহজীবাজারের বাঁশ বাজারসহ নদীর দু’পাড়ে পানির সয়লাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া বিচিত্র নয়। তাই শীঘ্রই বিকল্প সেতু সড়কের মাটি অপসারণ / সরানো খুবই জরুরি হয়ে পড়েছে বলে বাজার-এলাকাবাসী জোর দাবি জানান।