স্টাফ রিপোর্টার ॥
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সম্পা জাহানের সঞ্চালনায় সভায় বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন মোঃ নরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, স্পেসাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, জিপি এডভোকেট আফিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের হবিগঞ্জে যোগদানের এক বছর পূর্তিতে লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।