বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বাহুবলের স্নানঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে আটক করা হয়েছে । ২৭ ফেব্রুয়ারি ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল থানার ১নং স্নানঘাট ইউনিয়নের জনৈক রাহেলা বেগমের টং দোকানের পাশে খালি জায়গা থেকে ৭ জুয়ারি কে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলো উত্তর স্নানঘাট গ্রামের তাহির মিয়ার ছেলে সদির আহমেদ (২২), মৃত সুন্দর আলীর ছেলে রহিম আলী (৪৫), মৃত সারদা দাসের ছেলে সুশান্ত দাস (৫৭) , দক্ষিণ স্নানঘাট গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে ইব্রাহিম (৩২), নিদনপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে মুসাইদ (২৮), মোদাহরপুর গ্রামের মৃত এরশাদ মিয়া ছেলে নবীদ আলী (৪৫), গোলগাও গ্রামের সাহেব আলীর ছেলে মুতাব্বির (২৮)কে জুয়ার আসর থেকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জুয়াড়ি পালিয়ে যায়।