এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সারাদেশের নায় প্রাণী প্রদর্শলী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী)সকালে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অতিরিক্ত কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহান বেগ এর সঞ্চালনায় প্রধান অতিথি ও
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার প্রমুখ।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উক্ত প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি, কবুতরসহ প্রায় ৪০টি স্টল বসেছে। এসব স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন জাতের গবাদিপশু দেখছেন প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা।
উল্লেখ্য যে,দিনব্যাপী প্রদর্শনী শেষে সেরা তের জন খামারিদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথি গণ।