আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জের ঘোলডুবা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় না ফেরার দেশে চলে গেল সাইফ আহমেদ (৫) নামের এক শিশু।
সে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হিফজুর রহমানের পুত্র। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের রাবেল মিয়ার ফিশারি থেকে ঠিকাদার নাসির মিয়া ও মন্নান মিয়া ট্রাক্টর বোঝাই করে ওই গ্রামের তোফায়েল মিয়ার বাড়িতে মাটি নিয়ে আসছিল। ট্রাক্টর ড্রাইভার প্রতিদিন গাড়ী চলন্ত অবস্থায় মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতো।
শনিবার সকালে নিহত শিশু সাইফ মায়ের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। মাটি উত্তোলনকালিন সময় বিকেল সাড়ে ৫টায় শিশুটি সড়কের পাশে বসা ছিল। এ সময় মাটি বোঝাই ট্রাক্টরটির ড্রাইবার শিশুটিকে চাপা দেয় এবং সে গুরুতর আহত হয়।
সাথে সাথে আহত সাইফের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাইফ আহমেদকে মৃত ঘোষণা করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোছলেহ উদ্দিন আহমেদ শিশু সাইফ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ট্রাক্টরটি আটক করা রয়েছে।