এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রয়াত পৌর কাউন্সিলর কামাল উদ্দিন মিলনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী)বাদ মাগরিব পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল,প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান,প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী,পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান,
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার আলম রিপন,উপজেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি আব্দুল হাই প্রিন্স,সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া,পৌর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দ্বীপু,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
পৌর পরিষদের উদ্যোগে উক্ত সভা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রয়াত কাউন্সিলর কামাল উদ্দিন মিলনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রাজনৈতিক ও সামাজিক জীবনের প্রশংসা করে পরকালের শান্তি কামনা করেন উপস্থিতিগণ।তিনি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদকসহ সিএনজি মালিক শ্রমিক সমিতির সভাপতি ও বিভিন্ন সেবামুলক সংস্থার সাথে পরিপুরক হয়ে কাজ করে গেছেন।তার অকাল মৃত্যুতে তার পরিবার সহ পরকাল শান্তিময় হোক কামনা করেন পৌর পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক মহলের নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী গণ।