আলমগীর কবির,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক এর উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হোটেলে বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জকি উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম,চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মোঃ আলাউদ্দিন,ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া এমরান,সেক্রেটারি সৈয়দ মোশাররফ হোসেন,প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া,প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান প্রমুখ।