এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিয়্যাম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী)সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা,অফিসার ইনচার্জ রাশেদুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
চুনারুঘাট বিয়্যাম ল্যাবরেটরি স্কুল ও প্রশাসনের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতি ছাত্রছাত্রীদের অভিভাবকগণের সাথে প্রতিষ্টানের সামগ্রিক বিষয় ও কার্যক্রম চলমান পরিস্থিতি তরান্বিত সকলের সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম,বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,নাছির উদ্দিন সহ অসংখ্য অভিভাবক ও সাংবাদিকগণ।