মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে মাধবপুর উপজেলা শ্রমিকলীগের আয়োজনে ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও শ্রমিকলীগের সেক্রেটারি ফকির জাভেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাবিবুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীতা ঘোষণা করলে সমঝোতার ভিত্তিতে নুরুল হক সোহেল কে সভাপতি ও উজ্জ্বল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজবাহুল বর পলাশ,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান,যুবলীগের সেক্রেটারি আবুল কাসেম ,সহ সভাপতি হাজি আবু তাহের,যুগ্ন সম্পাদক জুয়েল খান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ,জনশককর্মসংস্থান সম্পাদক শাহনেওয়াজ শানু ,শ্রমিকলীগের সহ সভাপতি আমিনুল ইসলা,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৈয়ব আলী ও রুহুল আলম রুবেল প্রমুখ।