এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মৃতির স্বরনে শ্রদ্ধা জ্ঞাপন,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি)সকাল ১২টায় উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,লুৎফর রহমান মহালদার,পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে দিনব্যাপী কর্মসূচি সহ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত অতিথি গণ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা শহিদদের স্মৃতির স্বরনে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এবং জানান,দীর্ঘ ভাষা আন্দোলনের পটভূমি আলোচনায় আমরা বলতে পারি যে, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির মুখের ভাষাকে রক্ষা করার জন্য নিরস্ত্র বাঙালির সশস্ত্র পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথম প্রত্যক্ষ আন্দোলন। বাঙালির মুখের ভাষা যাতে কেউ কেড়ে নিতে না পারে সেজন্য প্রতিবাদে সােচ্চার ছিল। আর এ সচেতনতার কারণেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বাঙালি সফল হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফফার, আব্দুস সামাদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ,শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা,মহিলা কর্মকর্তা রোমানা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক,
উপজেলা আরএমও ডাক্তার ফাতেমা হক, কর্মকর্তা দ্বিপক কুমার রায়,প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সম্পাদক জাহাঙ্গীর আলম,মোক্তাদির কৃষান চৌধুরী, আব্দুস সামাদ মাস্টার,বাবু সজল দাশ,সাংবাদিক শেখ হারুন,এফ এম খন্দকার মায়া সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী গণ।