বাহার উদ্দিন, লাখাই থেকে :
সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর শুভ উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানার।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনীতে উপস্তিত ছিলেন লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শামসুল হক আরেফিন, আর এম ও ডাক্তার তাজরিন মজুমদার, ডাক্তার মনজুরুল আহসান, ডাক্তার অপর্ণা সুত্রধর, ডাক্তার সানজিদা আক্তার শিশির, ষ্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ, পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান,আতাউর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর সময় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার কন্যা তাজকিয়া নাবিহা খান কে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে উদ্বোধন করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায় লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নে ১৪৪ টি ক্যাম্পের মাধ্যমে লাখাই উপজেলার ১২ মাস থেকে ৫৯ মাসের বাচ্চাদের লাল ক্যাপসুল ও ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সের বাচ্চাদের কে নীল ক্যাপসুল খাওয়ানো হবে।
খোজ নিয়ে জানা যায় এ বছর লাখাই উপজেলার ১৪৪ টি কেন্দ্রের মাধ্যমে ৪৪ হাজার ৬ শত ২৩ জন বাচ্চাদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।