স্টাফ রিপোর্টার :
বানিয়াচংয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবু হানিফ, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম,
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুজিত দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইফা’র উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান, উপ প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব ও মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ মিয়াসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
উপজেলায় শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।