স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রবিবার বিকেলে তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে এ উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন।
এর মধ্যে ২৮ লাখ টাকা ব্যয়ে রিচি অগ্নিকোনা এলাকায় রাস্তার গাইড ওয়াল ও মেরামতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ লাখের অধিক টাকায় সুলতান মাহমুদপুর নর্থ সড়ক ইন রিচি সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন।
এ দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ।
এদিকে, গতকাল রাতে এমপি আবু জাহির বার একতা যুব সংঘ ও ছাত্র সংঘের অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বিগত দিনগুলোতে নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।