এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাল (২৯)এর জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী)বাদ জহুর জুম-আ নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,এএসপি সঞ্চিব দেব,৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির মাস্টার,স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন,যুগান্তর প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,স্বপন মেম্বার, ষাড়ের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ সজিব,আঙুর,শাওন,তোফাজ্জল,আঙুল প্রমুখ।
নিহত জামাল হোসেন (২৯)উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের ষাড়েরকোণা গ্রামের আব্দুল সালাম (৫৫)এর পুত্র।সে আশা এনজিও তে কর্মরত ছিল।গতকাল (১৬ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার নিজ বাড়ির উদ্দেশ্য হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসে আসার পথে বাহুবল উপজেলার বাগান বাড়ি নামক স্থানে বাস উল্টে দুর্ঘটনা স্থলে মারা যান।
নিহত জামাল হোসেন (২৯)মৃত্যু কালে নববিবাহিতা পাঁচ মাসের অন্তঃসংত্তা সহধর্মিণী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।