স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। এতে আতঙ্কে গ্রাহকেরা।
গতকাল মংগলবার রাতে নূরপুর গ্রাম থেকে দুইটি ট্রান্সফরমার চুরি হয়।
এর আগে পার্শবর্তী নছরতপুর এবং নূরপুর লম্বাহাটি এই দুই জায়গায় গত কয়েকদিনের মধ্যে আরও দুই টি ট্রান্সফরমার চুরি হয়।
একটি সুত্রে জানা যায়, ট্রান্সফরমার চুরি হলে নাকি গ্রাহকগন টাকা দিয়ে আবার নতুন করে খরীদ করতে হয়। এতে ভোগান্তিতে পরতে হয় গ্রাহকরা।
এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে গ্রাহক অসন্তোষ বাড়ছে। বাড়ছে আতঙ্ক।
জানা যায়, ট্রান্সফরমারের ভেতরে মূল্যবান তামার কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম থাকে। মূলত দামি কয়েলের কারণেই ট্রান্সফরমার চুরি হয়।