শেখ মোঃহারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট থানায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন হয়েছে ।
বুধবার(১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় থানা প্রাঙ্গণে খেলা উদ্বোধন হয়।উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও থানা অফিসার ইনচার্জ রাশেদুল হক-এর জুটি বনাম উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলামের দল।এর আগে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন লিজন, কামাল হোসেনসহ আরো অনেকেই।দেশের তরুণদের কাছে শীত মৌসুমে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা।শরীর-স্বাস্থ্য ভাল রাখতেও খেলাটি বেশ উপকারী।খেলাধূলার মাধ্যমে শরীর চর্চার কোন বিকল্প নেই।পুলিশের সাথে সকল শ্রেণীর মানুষের সেতুবন্ধন ও সর্বস্তরের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে সংশ্লিষ্টরা।ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধূলায় অংশগ্রহণ করে শরীর ও মন ভাল রাখতে সকলের প্রতি আহবান জানান খেলা আয়োজকরা।