হবিগঞ্জ প্রতিনিধি :
দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বাংলা’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রায়হান আহমেদ। সম্প্রতি এক পত্রে তাঁকে ওই পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়।
রায়হান আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। এর আগে তিনি দৈনিক বাংলাদেশের খবর এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ডেইলি এশিয়ান এজ ও দৈনিক বাংলা’য় জেলা প্রতিনিধির দায়িত্ব এবং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে পালন করছেন। অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, দৈনিক বাংলা পত্রিকার সাথে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। ১৯৬৪ সালে পত্রিকাটি পথচলা শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনায়, বরেণ্য সাংবাদিক তোয়াব খানের সম্পাদনায় দৈনিক বাংলা আবারো ফিরে এসেছে পাঠক মহলে।