এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাসিক সমন্বয় সভা ও শ্রেষ্ঠ চিকিৎসক,সেবক,সেবিকা স্বাস্থ্য কর্মী পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারী)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুনারুঘাটের মাঠ কর্মচারীদের মাসিক সমন্বয় সভায় শ্রেষ্ঠ চিকিৎসক,সেবক,সেবিকা ও স্বাস্থ্য কর্মী পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মাসিক সমন্বয় সভা শেষে মাঠ কর্মচারীদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ উৎসাহ প্রদানের লক্ষ্যে স্থানীয় ভাবে উক্ত পদক বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত সিনিয়র চিকিৎসকগণ বলেন,আমাদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা প্রতি বছরই এইভাবে কাজের স্বীকৃতি প্রদান করার আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মী গণ।