মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
অবৈধভাবে ভারত গিয়ে মাধবপুর সীমান্ত দিয়ে ফেরার পথে রাজশাহীর এক যুবক টহল বিজিবির হাতে আটক হয়েছে। ধৃত মোঃবাবু আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার রামনগর সীমান্ত থেকে হবিগঞ্জ ব্যাটালিয়ন৫৫ মনতলা কোম্পানির টহল দল তাকে আটক করে।এসময় বিজিবি তার হেফাজত থেকে শুস্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা কাপর,সহ বিভিন্ন মালামাল জব্দ করে।
বিজিবি ও পুলিশ জানান প্রায় সাত মাস আগে বাবু আলী বিনা পাসপোর্টে কাজ করার জন্য অবৈধ পথে রাজশাহী র একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।সেখানে দীর্ঘ সময় অবস্থান করে মঙ্গলবার মাধবপুরের রামনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।গোপন সংবাদে এ খবর জানতে পেরে টহল বিজিবি তাকে আটক করে।
মঙ্গলবার দুপুরে মনতলা কোম্পানির নায়েক মোঃসাজ্জাদ হোসেন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন। বাবু আলীকে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।