নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছে।
এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ,৪,৫,৬ ওয়ার্ডের শাহেলা আক্তার।
গত বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকল সদস্যদের সিদ্ধান্তে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,সচিব আব্দুল কাইউম প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল বলেন,প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছে ইউনিয়নের সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ মধ্যে আলোচনা সাপেক্ষে ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়।
তারা হলেন – ১ম- ফজলুল করিম,২য়- জাহাঙ্গীর আলম, ৩য়- মোছাঃ শাহেলা আক্তার এ তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচিত প্যানেল চেয়ারম্যান দ্বয় নির্বাচিত হওয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সহ সকল সম্মানিত ইউপি সদস্যবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনা করেন।