মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্টানে হামলা ,ভাংচুর ও টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার তুলশীপুর বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর বাজারের মৃত গফুর মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম ও তার ছেলে মোঃ নাইমুল ইসলাম নিশাত সহ ১০/১৫ জন মিলে তুলশীপুর বাজারের বাসিন্দা মৃত ফুল মিয়া ছেলে মোঃ মুফতারিন হাসান নয়নের মালিকানাধীন ফ্যামেলি ফুড এন্ড ফ্যাক্টরিতে হামলা করে বেকারিরর ফার্নিচার ও জনিসপত্র ভাংচুর করে।
এ সময় তারা বেকারিরর ক্যাশ বাক্সে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যার্বা সময় নয়ন বাধা দিলে তারা ব্যবসায়ী নয়নেবর উপর হামলা করে।
এ ঘটনায় মুফতারিন হাসান নয়ন বাদি হয়ে সোমবার মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নয়ন উছঙ্খল চলাফেরা করে । তার ব্যবসা প্রতিষ্টানে হামলা ,ভাংচুর করার ঘটনা সত্য নয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।