স্টাফ রিপোর্টার:
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর ৬ষ্ঠ ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অস্থায়ী কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জহুর চান বিবি মহিলা কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সহকারী নির্বাচন কমিশনার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল, সমিতির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদার, অসিত রঞ্জন দাশ মন্টু, আলহাজ্ব আব্দুর রহিম, সালেহ আহমেদ তালুকদার, মোঃ রফিক মিয়া, প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র শিক্ষক মোঃ আলী হায়দার সেলিম, ব্যকসের সাবেক সভাপতি আবুল কাশেম শিবলু, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।
এছাড়া সোহেল ভান্ডারী, মোঃ ইয়াসির খান, টেনু মিয়া, মোঃ মনিরুল হক তালুকদার রানা, নুরুল হক বাবুল, এম এ জে টুটুল, আব্দুল ওয়াদুদ বাচ্চু মিয়া, মোঃ বিলাল মিয়া, রুবেল মিয়া, শেখ জামাল মিয়াসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।