স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপির জন্ম হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে। তারা জালাও-পুড়াও করে ক্ষমতায় আসতে চায়। দেশবাসীর সামনে তাদের খারাপ উদ্দেশ্য এখন স্পষ্ট হয়ে গেছে।
দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি নেতারা দেশজুড়ে মিথ্যা অপপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। গুজব ছড়িয়ে জ্বালাও-পুড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইলে তাদের প্রতিহত করতে আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ শেষে এমপি আবু জাহির এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দুই নম্বর পুল এলাকায় এসে শেষ হয়। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম শামীম, শেখ সেবুল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ রনি, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিফ জাহান নাঈম।