এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিক্ষার বিস্তরণ বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই ফেব্রুয়ারী)সকালে চাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ আবুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক এহেরামুল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোরশেদ।
চাটপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে নতুন পাঠ্যপুস্তক ও নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় উক্ত বিষয় নিয়ে অতিথিগণ দীর্ঘ আলোচনা পরামর্শ দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক ,গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন,মাসুদ চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ফজলুল হক তরফদার,সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মিয়া,অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ , প্রভাষক মোঃ আব্দুল করিম , মাস্টার ফজল মিয়া তরফদার , মেম্বার ফুল মিয়া, ফরহাদ বকত চৌধুরীসহ এলাকার অভিভাবকগণ।