আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরের তেলিয়াপাড়া মনতলা সড়কের রতনপুর নামক স্থান থেকে শনিবার সকালে ৫৬ কেজি গাঁজা সহ সোহাগ মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন এস আই অনিক চন্দ্র দেব ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টার মুজিবুর রহমান চৌধুরী জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে উল্লেখিত স্থান থেকে এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একটি সিএনজি এবং ৫৬ কেজি গাঁজা সহ মধ্য বেজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮) কে আটক করা হয়েছে ।
থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক জানান দৃত আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে । অন্যান্য আসামীদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে ।